E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পাকিস্তানের প্রতিক্রিয়াই প্রমাণ করে নিজামীর ফাঁসি যৌক্তিক’

২০১৬ মে ১২ ১৫:৩৯:১৭
‘পাকিস্তানের প্রতিক্রিয়াই প্রমাণ করে নিজামীর ফাঁসি যৌক্তিক’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করা প্রসঙ্গে পাকিস্তানের প্রতিক্রিয়া ঔদ্ধত্যপূর্ণ ও চরম কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত।

তিনি বলেন, নিজামীর দণ্ড কার্যকরের পরে পাকিস্তানের প্রতিক্রিয়া প্রমাণ করেছে নিজামীর ফাঁসি যৌক্তিক ছিল। কারণ, পাকিস্তানই বলেছে ১৯৭১ সালে মতিউর রহমান নিজামী পাকিস্তানের পক্ষ অবলম্বন করে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে জামাতের ডাকা হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সানজিদা খাতুন এমপি, হেদায়েতুল ইসলাম স্বপন, এম এ করিম প্রমুখ।

নিজামীর রায় নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই আমরা আশা করি পাকিস্তান ভবিষ্যতে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবে না।

তিনি আরও বলেন, পত্র-পত্রিকায় দেখলাম ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সাথে বিএনপি নেতার বৈঠকের খবর। তারা (বিএনপি) মুখে ইসলামের কথা বললেও প্রকৃতপক্ষে সমগ্র মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলের সাথে গোপন আঁতাতে লিপ্ত। প্রকৃতপক্ষে বিএনপি চাইছে পাকিস্তান ও ইসরায়েলের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করতে।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পরে জামায়াত নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র।

(ওএস/এএস/মে ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test