E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নেই’

২০১৬ মে ১৪ ১৫:০৬:৩০
‘খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের কোনো প্রতিহিংসা নেই’

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই।
 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে শনিবার ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মামলা দিচ্ছে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া গত ৭ বছর ধরে কখনো জঙ্গি তাণ্ডব, কখনো সংসদকে অচল করার চক্রান্ত, কখনও আগুন যুদ্ধে মানুষ পুড়িয়ে হত্যা ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানোর চেষ্টা করছে। এখনও অবৈধপথে সরকারের পতন করার চক্রান্ত করছে। সুতরাং বেগম জিয়ার বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার দেয়নি।

তিনি বলেন, ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে বিভিন্ন মামলা হচ্ছে।

মন্ত্রী বলেন, একাত্তরের গণহত্যায় যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহাই দেওয়া হবে না। বাংলাদেশে যাতে আর কোনোদিন মানুষ পোড়ানো বা গুপ্তহত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সে জন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এগুলো বন্ধ করে দিতে হবে।

এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি এবং খালেদা জিয়ার সঙ্গে জঙ্গি, রাজাকার, আগুন সন্ত্রাসী এবং ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনির সঙ্গে সংযোগ রয়েছে। সাম্প্রতিককালে ইহুদি সংযোগ হয়েছে। এর মধ্যে দিয়ে বেগম জিয়া একদিকে দেশের শত্রু আরেকদিকে ইসলামের শত্রু অন্যদিকে গণতন্ত্রের শত্রু হয়ে দেখা দিয়েছে।

এ সময় জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, ভেড়ামারা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ১৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test