E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিবি পুলিশের হাতে আসলাম আটক

২০১৬ মে ১৫ ১৯:১০:০১
ডিবি পুলিশের হাতে আসলাম আটক

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি উপকমিশনার (মিডিয়া) মারুফ হোসেন সর্দার এই গ্রেফতারের খবর নিশ্চিত করেন। তিনি জানান, মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) এর একটি দল তাকে গ্রেফতার করেছে।

ডিএমপির ডিসি ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম জানিয়েছেন, ডিবি উত্তরের একটি টিম আসলামকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলামের সঙ্গে গাড়িতে থাকা তার এক সহযোগী এবং তার গাড়ির ড্রাইভারকেও আটক করা হয়েছে।

ভারতে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের এক নেতার সঙ্গে ‘সরকার উৎখাতের’ অভিযোগে আলোচনা করেছেন এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হলো।

আসলাম চৌধুরীর একান্ত সচিব নুরুল ইসলাম মঞ্জুর বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবীর খানও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার জানিয়েছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে পেলেই গ্রেফতার করা হবে। তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এলে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতিতে আসেন আসলাম চৌধুরী। ২০০৮ সালের সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে পরাজিত হন।

২০১৪ সালের ২৬ এপ্রিল তিনি উত্তর জেলা বিএনপির আহবায়ক হন। এর আগে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সম্প্রতি বিএনপির কেন্দ্রিয় সম্মেলন শেষে যুগ্ম মহাসচিব হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

(ওএস/অ/মে ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test