E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'অপকর্মের জবাবদিহিতার ভয়ে ক্ষমতা ছাড়ছে না আ'লীগ'

২০১৬ মে ২২ ১৬:৪৬:১৩
'অপকর্মের জবাবদিহিতার ভয়ে ক্ষমতা ছাড়ছে না আ'লীগ'

স্টাফ রিপোর্টার : ‘অপকর্মের জবাবদিহিতার ভয়ে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘কলম একাডেমি’ নামের একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘শাসকদল জনবিছিন্ন হয়ে পড়ায় তাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। সেজন্য অপকর্মের জবাবদিহিতার ভয়ে তারা ক্ষমতা আকড়ে আছে। তবে এক সময় জনগণ এর জবাব দেবে।’

বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে যে সংকট তৈরি হয়েছে এটি জাতীয় সংকট। জাতীয় স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। অন্যথায় অস্থিরতা থেকে শাসক দল আরো বেশি স্বৈরশাসকে পরিণত হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী সরকারে পরিণত হওয়ায় দেশে দুঃশাসন নেমে এসেছে।ভিন্ন মত প্রকাশ করলেই গ্রেপ্তারি পরোয়ানা, মামলা-হামলা এবং জেল হচ্ছে।’

মানুষ এই পরিস্থিতির পরিবর্তন চায় দাবি করে নোমান বলেন, ‘ভোটের মাধ্যমে সেই পরিবর্তন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় জনগণ উন্মুখ হয়ে আছে।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান শাসকদলের অপসারণ করা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা যাবে না।

আয়োজক সংগঠনের সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন এমপি রাশেদা বেগম হীরা, ‘ধানের শীষ’ সংগঠনের সম্পাদক ডা.সাখাওয়াৎ হোসেন সায়ন্থ প্রমুখ।

(ওএস/অ/মে ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test