E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোট শেষ, চলছে গণনা

২০১৬ মে ২৫ ১৮:১৬:৪১
ভোট শেষ, চলছে গণনা

স্টাফ রিপোর্টার : দেশের নয়টি পৌরসভায় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। এখন চলছে গণনা।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব রাজীব আহসান জান‍ান, বুধবার (২৫ মে) নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার নোয়াখালী, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ইতোমধ্যে ভোটগ্রহণে কারচুপির অভিযোগ এনে পুরো নির্বাচন বাতিলের দাবি জানিয়ে সংসদের বাইরে থাকা বিএনপি। দলটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে পদত্যাগেরও আহ্বান জানিয়েছে।

সব মিলিয়ে ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৬ জন, সাধারণ সদস্য পদে ৩১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭টি ভোটকক্ষে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুয়োগ পেয়েছেন।

২০১৫ সালের ৩০ ডিসেম্বরের ভোটে ২২৭টি পৌরসভার মধ্যে ১৭৭টি আওয়ামী লীগ, বিএনপি ২২টি ও জাতীয় পার্টি ১টিতে মেয়র পদে জয় পেয়েছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ২৬টি পৌরসভায় জয় পায়। এরপর গত ২১ মার্চের ১০ পৌরসভা নির্বাচনে সবগুলোতেই জয় পেয়েছে আওয়ামী লীগ।

(ওএস/এএস/মে ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test