E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদুজ্জামান টিপুর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

২০১৪ জুন ০৬ ১৫:১৫:২৭
ফরিদুজ্জামান টিপুর মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাউফল পৌরসভার সাবেক মেয়র ফরিদুজ্জামান টিপুর মৃত্যু শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বাসভবনে ইন্তেকাল করেন ফরিদুজ্জামান টিপু। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শে উদ্বুদ্ধ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম ফরিদুজ্জামান টিপু তার মেধা ও শ্রম দিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপির প্রত্যেক নেতাকর্মীর মনে জাতীয়তাবাদী চেতনাকে প্রোথিত করে দলকে সুসংগঠিত ও মজবুত করতে সক্ষম হয়েছিলেন।

তাছাড়া বাউফল পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়নে যে অবদান রেখেছেন তা এলাকাবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামেও তিনি ছিলেন সক্রিয়।

মির্জা ফখরুল মরহুম ফরিদুজ্জামান টিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া ঢাকা মহানগর পল্লবী থানা বিএনপির সাবেক আহবায়ক তবারক হোসেন পরাগের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম তবারক হোসেন পরাগ নিজের মেধা দিয়ে পল্লবী থানা বিএনপিকে সুসংগঠিত ও মজবুত করতে নিবেদিতপ্রাণ ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মরহুম তবারক হোসেন পরাগ এর রুহের মাগফিরাত কামনা করে শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

(ওএস/এটিআর/জুন ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test