E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাওয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে তো!

২০১৬ মে ২৭ ১০:১৫:৫৪
ভাওয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে তো!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের নির্বাচন কাল ২৮ মে শনিবার। অভিযোগ উঠেছে, সেখানে বিশেষ একজন চেয়ারম্যান প্রার্থীকে জেতানোর আয়োজন চলছে।

স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, ওই বিশেষ চেয়ারম্যান প্রার্থীর পরাজয় আঁচ করতে পেরে ভাওয়াল ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সবগুলো ভোটকেন্দ্রেই প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে বিশেষ প্রার্থীর আস্থাভাজনদের নিয়োগ করা হয়েছে। কয়েকদফা লিখিত অভিযোগ দেওয়ার পরও সালথা থানার সাব ইন্সপেক্টর ফরহাদকে নির্বাচনী দায়িত্বে নিয়োগ করা হয়েছে। আস্থাভাজন পুলিশ কর্মকর্তা হিসেবে সুপরিচিত ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে নির্বাচনে সার্বিক নিরাপত্তা মনিটরিং টিমের প্রধান করা হলেও তাকে বিভ্রান্ত করতে বিশেষ চেয়ারম্যান প্রার্থীর অনুগত পুলিশ কর্মকর্তাদেরও সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্রটি আরো জানিয়েছে, হিন্দু অধ্যুষিত ভোটার এলাকার ভোট কেন্দ্র পুরুরা সাধুর পাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশেষ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির আয়োজন চলছে। ওই কেন্দ্রের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং ব্যালট পেপার জালিয়াতির পরিকল্পনা সফল করতে জোর অপচেষ্টা চালানো হচ্ছে।

অবশ্য ভাঙ্গা সার্কেলের এএসপি শামসুল হক দৃঢ়তার সাথেই বলেছেন, ভাওয়াল ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকমের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

(পিএস/অ/মে ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test