E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছাত্রদলের আল্টিমেটামে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সিলেট সফর বাতিল

২০১৪ জুন ০৭ ১২:২৯:৫৮
ছাত্রদলের আল্টিমেটামে স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সিলেট সফর বাতিল

স্টাফ রিপোর্টার : ছাত্রদলের আল্টিমেটামে সিলেট সফর বাতিল করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

জানা যায়, মন্ত্রী শনিবার সিলেট আসার কথা ছিল। সফরকালে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকারও কথা ছিল। কিন্তু হঠাৎ করে মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সফর বাতিল প্রসঙ্গে অধ্যক্ষ বরাবর একটি স্মারক লিপি দিয়েছে ছাত্রদল। এতে স্বাস্থ্য মন্ত্রীকে ওসমানী মেডিকেল কলেজে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। আর যদি স্বাস্থ্য মন্ত্রী মেডিকেল কলেজে আসেন তা হলে ছাত্রদল তা প্রতিরোধ করবে জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাইয়ুমের মেইল থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরে শুক্রবার রাত সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্রের সঙ্গে যোগাযোগ করা হলে স্মারক লিপির সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, গত ৪ জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র এবং জাতীয়তাবাদী ছাত্রদল ওসমানী মেডিকেল কলেজ শাখার আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামকে ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। এর প্রতিবাদে ছাত্রদল নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু খুনী ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং কলেজ থেকে বহিষ্কার না করলে শনিবার স্বাস্থ্য মন্ত্রীকে ওসমানী মেডিকেল কলেজে ঢুকতে দেয়া হবে না।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শোকের মধ্যে মন্ত্রী আসবেন এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। যে কোনোভাবে ছাত্রদল তা প্রতিরোধ করবেই।

স্মারক লিপি দেয়া সম্পর্কে তিনি বলেন, আজ সন্ধ্যায় বাসায় গিয়ে স্যারকে পাই নাই। পরে স্যারের স্ত্রীর কাছে তা দিয়েছি।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ এ মন্ত্রীর সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন। তবে ছাত্রদলের আল্টিমেটামে মন্ত্রীর সফর বাতিলের কথা অস্বীকার করেছেন তিনি।

(ওএস/এটিআর/জুন ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test