E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে’

২০১৬ জুন ১১ ১৫:১৩:১২
‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে’

স্টাফ রিপোর্টার : বিএনপি আজকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সরকার সাড়াঁশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীদের হেনস্তা ও হয়রানি করছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেন তিনি।

তিনি বলেন, সরকার সন্ত্রাসী ধরতে অভিযান চালাচ্ছে। আর সে সন্ত্রাসী যদি বিএনপি এবং ছাত্রদলের হয়ে থাকে তাহলে তাকেও গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি আজকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিচয়ে সন্ত্রাসী হিসেবে যদি আপনারা (বিএনপি) কাজ করেন তাহলে কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না। ইতোপূর্বে অনেক কিছু সহ্য করা হয়েছে।

তিনি বলেন, বিএনপি জঙ্গি সংগঠনের পৃষ্টপোষক। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের অতীত ইতিহাস ঘেটে দেখা যায়, তারা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত। তারা বাংলাদেশকে জঙ্গিবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তারা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সঙ্গে গাট ছাড়া বেঁধে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।

এ সময় মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের বর্তমান অবস্থানের কথা উল্লেখ করে বলেন, বাটি চালান দিলেও ঢাবিতে ছাত্রদল-ছাত্রশিবির খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা সারাদেশে ছড়িয়ে আছে জঙ্গি তৎপরতা চালানোর জন্য।

সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

(ওএস/এএস/জুন ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test