E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়’

২০১৬ জুন ১৩ ১৬:৫৯:৩১
‘এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়’

স্টাফ রিপোর্টার : ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্বাস উদ্দিন বলেছেন, এবারের উচ্চাভিলাষী বাজেট সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সোমবার ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্বাস উদ্দিন বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ২ জুন জাতীয় সংসদে অষ্টমবারের মতো ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। অর্থমন্ত্রী নিজেই বলেছেন এই বাজেট উচ্চাভিলাষী। তাই এই বাজেট বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয় বলে আমরা মনে করছি।

তিনি বলেন, সরকার যদি সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারে তাহলে বাজেটের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ অর্জন না হলেও গত বছরের চেয়ে বেশি রাজস্ব আহরণ করতে পারবে।

এ সময় তিনি সুপারিশ রেখে বলেন, এই বাজেট বাস্তবায়ন করতে হলে বিভিন্ন ট্যাক্স আইন পরিবর্তন ও সংশোধন করতে হবে। কারণ এই নয়া বাজেট অনেকটাই জনগণ নির্ভরশীল। তাই জনগণ থেকে বাজেটের অর্থ নিতে চাইলে বাজেট আইন শিথিল করতে হবে।

তিনি আরও বলেন, অপ্রদর্শিত আয় দ্বারা শিল্প-কারখানা স্থাপনে এবং সহজ শর্তে ট্যাক্স হলিডে প্রদান করলে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন। হাঁস-মুরগি, পশুপালন, দুগ্ধ খামার, বনায়ন, শর্ত সাপেক্ষে ব্যক্তি মালিকানাধীন হাসপাতাল এবং সমবায় সমিতির আয়কে সম্পূর্ণরূপে করমুক্ত করতে হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সরদার আকিল আহম্মেদ ফারুকী, কোষাধ্যক্ষ জাফরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।


(ওএস/এএস/জুন ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test