E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে এখন কোনো গণতন্ত্র নেই’

২০১৬ জুন ২০ ১৪:৫৬:০০
‘দেশে এখন কোনো গণতন্ত্র নেই’

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার দুপুরে বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। সবকিছু এখন ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রণে। চারদিকে শুধু গুম, খুন, হত্যা যেন নিত্যদিনের কর্মকাণ্ডে পরিণত হয়েছে।’

প্রতিবেশি দেশ ভারতসহ বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের সমর্থন চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযান নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সন্তোষ প্রকাশ করেছেন। ভারত আমাদের বন্ধু এবং প্রকৃত বন্ধু। তাই আমরা সবসময় প্রত্যাশা করবো ভারতবর্ষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষেই থাকবে। জনগণের উপর চেপে বসা কোনো শক্তি বা সরকারকে তারা প্রশ্রয় দেবে না ও সহযোগিতা করবে না।’

তিনি বলেন, ‘সরকার সাঁড়াশি অভিযানের নামে গত এক সপ্তাহে ১৩/১৪ হাজার সাধারণ মানুষকে আটক করেছে। এর মধ্যে মাত্র ১৭৯ জন সন্দেহজনক জঙ্গি রয়েছে। তাহলে বাকিদের কেন ধরলেন। বাকিদের আটকের উদ্দেশ্য কী।’

বর্তমান সরকার জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ সালে একদলীয় জাতীয় নির্বাচনের পর গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার। সর্বশেষ ইউপি নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠানের মধ্যদিয়ে বিভক্তি চূড়ান্ত করা হল।’

সাঁড়াশি অভিযানে আটক বিএনপি নেতাকর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অভিযানে আটকদের পাশে আমাদের দাঁড়াতে হবে। কেবলমাত্র সহানুভূতি দেখালে হবে না। বর্তমানে আমাদের এমন কোনো নেতাকর্মী নেই যে, তাদের বিরুদ্ধে মামলা নেই। সপ্তাহে দুই তিন দিন কারাগারে যেতেই হয় আমাদের। ফলে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ওলামা দলের সভাপতি এম এ মালেক, যুগ্ম সম্পাদক খায়রুল কবির খোকনসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জুন ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test