E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কখনোই সন্মুখ যুদ্ধ করেননি জিয়া’

২০১৬ জুন ২০ ১৫:৪০:৪৫
‘কখনোই সন্মুখ যুদ্ধ করেননি জিয়া’

স্টাফ রিপোর্টার : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জিয়াউর রহমান কোনো দিনই সন্মুখ যুদ্ধ করেনি।

তিনি বলেছেন, ‘যেখানে যুদ্ধ, যেখানে গোলাবারুদ সেখানেই উনি নেই। উনি (জিয়াউর রহমান) আসলে কোনো যুদ্ধ করেনি’।

সোমবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, উনি (জিয়াউর রহমান) আর আমি একসঙ্গে ছিলাম। আমি তখন নির্বাচিত এমপি। ১৯৭১ সালের ২৬ মার্চ দুপুর দুইটায় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান সাহেব বঙ্গবন্ধু মধ্য রাতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণাটি পাঠ করেন এমএ হান্নান। আমি একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই। সেই বক্তব্য আবার লিখিতভাবে ড্রাপ করে দেই আমরা। আমরা সেটা উনাকে (জিয়াকে) দিলাম উনি সেটা পড়েছেন ‘আই মেজর জিয়া অন বি হাফ অব দি আওয়া গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু ডিকলেয়ার ইনডিপেন্ডেন্ট।

এসময় তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ম্যাডাম খালেদা জিয়া আপনি নিজেই বলেন জিয়া ২৭ তারিখ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তাহলে ২৬ তারিখ কেনো স্বাধীনতা দিবস পালন করেন? এর কোনো উত্তর আপনার কাছে আছে। কাজেই ইতিহাস যেটা, সেটাই সত্য। ইতিহাস মেনে চলা উচিত। তাই এখনো যারা বেঁচে আছে তাদের কাছ থেকে সত্য ইতিহাস তুলে ধরা উচিত।

মন্ত্রী বলেন, যেখানে যুদ্ধ, সেখানেই সে (জিয়া) থাকতো না। আমাদের ছেড়ে সে পালিয়ে যেতো। তার সঙ্গে থাকা একজন লেফটেনেন্ট অসুস্থ হয়ে পরলে তাকে রেখে রামগড়ে চলে যায় জিয়া। আমরা রামগড়ে গিয়ে দেখি সে রামগরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এখানে কেনো, সে কয় আমি ভারত থেকে অস্ত্র নিতে এসেছি। অর্থাৎ যেখানে যুদ্ধ গোলাবারুধ সেখানেই উনি নেই। আজ হঠাৎ এসব কথা মনে পড়লো পাশেই বসা স্বাধীনতা যুদ্ধের সময়কার সাথী মেজর (অব.) রফিকুল ইসলাম ও ক্যাপ্টেন (অব.) সুবিধ আলী ভূঁইয়াকে দেখে। তারা আছেন তারা বলতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী। তার নাম সবখানে আর অপর দিকে ম্যাডাম খালেদা জিয়া চ্যাম্পিয়ন অব দ্যা সন্ত্রাস। চ্যাম্পিয়ন অব দ্যা পেট্রোল বোম হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে বাস পুড়িয়েছেন, মানুষ পুড়িয়েছেন, এমন কোনো কাজ নেই তিনি করেননি। এখনো অবরোধ হরতাল চালু আছে। নয়া জিনিস শুরু করেছেন সেটা হলো গুপ্ত হত্যা। তবে যেভাবে ৯০ দিন পর আন্দোলনে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন। যেভাবে নির্বাচন রুখতে পারেনি, সেভাবেই এই গুপ্ত হত্যা বন্ধ হবে একদিন।

(ওএস/এএস/জুন ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test