E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লড়াইয়ে থাকলেন পাঁচ প্রার্থী

না.গঞ্জ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার

২০১৪ জুন ০৮ ১৩:২৯:০৯
না.গঞ্জ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন থেকে সরে গেলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি রবিবার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এর আগে এই আসনে দুই জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা ঘোষণা করে হয়।

এর মধ্যে নারায়ণগঞ্জের নিহত মেধাবী ছাত্র ত্বকীর বাবা রফিউর রাব্বি তাঁর মনোনয়নপত্রের অবৈধ হওয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করলে তাও বাতিল হয়ে যায়।ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির মনোনয়নপত্র বাতিল করা হয়।
আওয়ামী লীগ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেয়ার পরও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েই শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন। প্রার্থীতা প্রত্যাহার করার আগে আনোয়ার হোসেন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীর প্রতি সম্মান দেখিয়ে এ আসনে কোনো প্রার্থী না দেয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

রবিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

মহানগর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মামুন গাজীকে সঙ্গে নিয়ে আনোয়ার হোসেনের ভাতিজা সাফায়েত হোসেন তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

গত ৩০ এপ্রিল ভারতের একটি হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম নাসিম ওসমান মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এ শূন্য আসনে নির্বাচন আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে।আনোয়ার হোসেনের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষনার মধ্যদিয়ে এ আসনে এখন মোট পাঁচ জন প্রার্থী লড়াইয়ের ময়দানে থেকে গেলেন।

এরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের প্রাক্তন আহ্বায়ক ও প্রাক্তন সংসদ সদস্য এস এম আকরাম, জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ, কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম ও ইকবাল সিদ্দিকী।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test