E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকারের ক্ষতি করতে পারবেন না : কামরুল ইসলাম

২০১৪ জুন ০৮ ১৩:৩৮:৪৭
সরকারের ক্ষতি করতে পারবেন না : কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : বিএনপিকে ইঙ্গিত করে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যত বিশৃঙ্খলা করার চেষ্টা করেন না কেন এই সরকারের কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না।

জাতীয় প্রেস ক্লাবে রবিবার দুপুরে জাতীয় পল্লী চিকিৎসক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ২০১৩ সালের শেষের দিকে তারা দেশকে ’৭১ বানিয়েছিল। ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে এসেছে। আবার তারা অশান্তি সৃষ্টি করতে চায়। আবার তারা বিভিন্নভাবে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি বাজেটকে অবৈধ বলছে। তাদের এবারের বাজেটকে অবৈধ বলার কোনো অধিকার নেই। এবার বাজেট দেওয়ার পর জিনিসপত্রের দাম ওইভাবে বাড়েনি। আওয়ামী লীগের বিগত ৫ বছরে বাজেট দেওয়ার পর কোনোবারেই জিনিসপত্রের দাম বাড়েনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা বড় বড় স্বপ্ন দেখব। নিচের দিকে নামতে চাই না। সরকার আগামী ৫ বছরই থাকবে। ৫ বছর পর সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আপনারাই ক্ষমতায় আসবেন।’

তিনি বলেন, জাপান সফরের মতো চীন সফর ফলপ্রসূ হবে। চীন আমাদের উন্নয়নের সহযোগী। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

বিএনপিকে উদ্দেশে করে আওয়ামী লীগের এই নেতা বলেন, যতই বিদেশি বন্ধুদের কাছে ধরনা দেন না কেন, কোনো বিদেশি বন্ধুরা আপনাদের ফাঁদে পা দেয় নাই। এই সরকারকে তারা সহযোগিতা করেছে। তারা বর্তমান সরকারের সঙ্গে আছে, আপনাদের সঙ্গে নেই।

তিনি বলেন, ভারতের সরকার পরিবর্তনের পর আপনারা মনে করছেন, এ সরকারের ভিত নড়বড় হয়ে যাবে। কিন্তু জাপান ও চীনের মতো ভারতের সঙ্গেও আমাদের সম্পর্ক আরো মজবুত হবে।

সংগঠনের চেয়ারম্যান বাচ্চু শিকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test