E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি

২০১৬ জুন ৩০ ১৮:২০:২৩
মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি

স্টাফ রিপোর্টার : ইউপি নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার সাড়ে ৪টার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

এসময় কেন্দ্রীয় কারাগারের সমানে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নামে। ফুলের মালা দিয়ে রনিকে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে কারাগারের সামনে আনন্দ মিছিল হয়।

গত ২৮ জুন অস্ত্র মামলায় রনিকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। এর আগে গত ১৯ জুন চট্টগ্রামের চতুর্থ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে রনির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

অভিযোগপত্রে শুধু রনিকে আসামি করা হয় এবং ২২ জনকে সাক্ষী করা হয়। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তখন কারামুক্তি পাননি রনি। গত ৭ মে দুপুর সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে রনিকে আটক করে বিজিবি।

ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেন নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। এছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। গত ২৫ মে দুই বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মামলায় রনিকে জামিন দেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। তবে অস্ত্র মামলায় জামিন নামঞ্জুর করেন।

এরপর রনির পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হলে গত ১৩ জুন ছয় মাসের জন্য জামিন দেন আদালত। তবে জামিন আদেশ চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছার আগেই অস্ত্র মামলায় রনির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ৭ মে আটকের সময় রনির কাছে একটি নাইন এমএম পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও ২৬ হাজার টাকা পাওয়া যায় বলে গণমাধ্যমে তথ্য দিয়েছিল বিজিবি। এসময় রনিসহ ৯ জনকে আটক করা হলেও অস্ত্র মামলায় শুধু রনিকেই আসামি করে পুলিশ।

(ওএস/অ/জুন ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test