E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়’

২০১৬ জুলাই ১২ ১৪:৫৮:৫০
‘বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়’

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত ধর্মীয় উগ্র মৌলবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, একাত্তর সালে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক তেমনিভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে এখন জাতীয় ঐক্য গড়ে উঠেছে। দেশের সকল সকল শ্রেণি পেশার মানুষ এই ঐক্যে শামিল হয়েছেন, একমাত্র বিএনপি-জামায়াত ছাড়া। এদের সঙ্গে জাতীয় ঐক্য সম্ভব নয়।

বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে কামরুল ইসলাম বলেন, যখনই মোসাদের সঙ্গে তাদের বৈঠকের খবর প্রকাশিত হয়েছে তার পর থেকেই জঙ্গি তৎপরতা মাথা চাড়া দিয়ে উঠেছে। কারণ, এদের চলাফেরা একাত্তরের ঘাতকদের সঙ্গে এবং চলাফেরা আইএস জঙ্গিদের সঙ্গে।

খাদ্যমন্ত্রী বলেন, যারা দেশকে সিরিয়া, আফগানিস্থান, ইরাক, পাকিস্তানের মতো বানাতে চায়, তাদের সঙ্গে কোনো আপস নেই। এদের দাঁত ভাঙা জবাব দেয়া হবে।

সংগঠনের চেয়ারম্যান মনিরুল ইসলামের সভাপতিত্ব মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

(ওএস/এএস/জুলাই ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test