E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এক দল দিয়ে জাতীয় ঐক্য হয় না’

২০১৬ জুলাই ১৮ ১৫:৪১:৫৯
‘এক দল দিয়ে জাতীয় ঐক্য হয় না’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এক দল দিয়ে জাতীয় ঐক্য হয় না। প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হাতাশ হয়েছে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন জাতীয় ঐক্য হয়েছে। একজন দায়িত্বশীল নেত্রীর এমন বক্তব্যে জাতি হতাশ হয়েছে।

সরকারের ব্যর্থতার কারণেই জঙ্গি উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে বলে উল্লেখ করেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, এক দল দিয়ে জাতীয় ঐক্য হয় না। এটা জাতির কাছে গ্রহণযোগ্য কি না তিনিই ভালো বোঝেন।

তিনি বলেন, জাতীয় ঐক্য দরকার দেশের স্বার্থেই। এজন্য সকল দলকে একসাথে বসতে হবে। দেশকে জঙ্গিবাদের হাত থেকে বাঁচাতে হবে।

দেশের এই জঙ্গিদের মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প কোন পথ নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি বাদ দিয়ে প্রধানমন্ত্রী যাদের নিয়ে জোট করেছেন তারা সরকারেরই লোক। তাই এই ঐক্য দলীয় ঐক্য জাতীয় ঐক্য নয়-যোগ করেন নজরুল।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, গুলশান ও শোলাকিয়া হামলার আশঙ্কার কথা স্বরাষ্ট্রমন্ত্রী যদি আগেই জানতেন, তা হলে আগেই এই হামলা প্রতিরোধ কেন করেননি।

তিনি বলেন জেনেও কোন ব্যবস্থা না নেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অন্যায় করেছেন।

দুপুর সাড়ে ১২টা নয়াপল্টনে এ সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test