E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংলাপের পরিস্থিতি তৈরি হয়নি

২০১৪ জুন ০৯ ১৪:০৯:৫৮
সংলাপের পরিস্থিতি তৈরি হয়নি

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এখনই বিএনপির সঙ্গে সংলাপ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

সোমবার বেলা ১টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ জানুয়ারির পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য বহুবার বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে বিদেশিদের কাছে ধরনা ধরছেন। এখনো তিনি বিদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে আওয়ামী লীগ সব সময়ই সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে।

যেকোনো রাজনৈতিক সমস্যা সমাধানে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আলোচনার মাধ্যমেই সমাধানের পক্ষে বলে দাবি করেছেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন আছে বলে মনে করেন না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মনে করলে করতে পারেন। এমন কোনো প্রয়োজনীয়তা থাকলে তখনই এসব বিষয় নিয়ে কথা বলা যাবে।


(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test