E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষমতার উচ্ছিষ্টে বিএনপির গঠন

২০১৪ জুন ০৯ ১৪:২৫:০১
ক্ষমতার উচ্ছিষ্টে বিএনপির গঠন

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপির গঠন সম্পর্কে বলেছেন, জিয়াউর রহমান যখন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দিয়েছিলেন তখন রাজনীতির অনেক কাকের সম্মিলনে বিএনপি গঠিত হয়।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশরত্ম সেবক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ দলটি গঠিত হয়েছে ক্ষমতার উচ্ছিষ্ট থেকে। খাবারের উচ্ছিষ্ট বাইরে ফেলা হলে কাক জড়ো হয়ে উচ্ছিষ্ট খাওয়ার চেষ্টা করে এবং খায়। রাজনীতির কাকদের দল বিএনপি। বিএনপি এমন একটি দল যারা ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য সেখানে জড়ো হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রবিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বলেছেন ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিএনপি যে কোনো সময় সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।’ এ কথার পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আমরা আলোচনা চেয়েছিলাম, ৫ জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আপনাকে শুধু আলোচনা নয়, গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। আপনি তখন সেই আমন্ত্রণকে উপহাস, তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। আজকে আপনি বলছেন আলোচনা চান।

হাছান মাহমুদ বলেন, ‘আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের পরবর্তী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। এর আগে নির্বাচন নিয়ে কোনো আলোচনার প্রশ্নই আসে না।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আপনি যতই বিদেশিদের দুয়ারে দুয়ারে ধরনা দেন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হতে পারে না, হবে না। ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।’

তিনি বলেন, ‘আমরা সকলকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। তাই আপনারা যদি আপনাদের সহিংসতা, ১৫ আগস্ট জন্মদিন পালনসহ কৃতকর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চান তাহলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হতে পারে।’

বাজেট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা আদৌ শুনেছেন কিনা আমার সন্দেহ। এমনকি কিছু কিছু বুদ্ধিজীবী অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা না শুনেই সমালোচনা করেন। অনুরোধ করব আপনারা প্রস্তাবিত বাজেট ভালোভাবে বিশ্লেষণ করুন।’

সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test