E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সংলাপের রাজনীতিতে স্বাগতম

২০১৪ জুন ০৯ ১৪:২৭:৩২
সংলাপের রাজনীতিতে স্বাগতম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, আপনাকে সংলাপের রাজনীতিতে স্বাগতম। তবে তার আগে সংঘাত পরিহার করতে হবে।


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপ আহবানের জবাবে আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ নামক একটি সংগঠনের চলমান রাজনীতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

সুরঞ্জিত বলেন, কি বিষয়ে সংলাপ করতে চান। তা নির্দিষ্ট করে সাংবিধানিক অবস্থা, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধের প্রতি আস্থা রেখে যদি সংলাপ করতে চান, তবে আপনাকে অভিনন্দন।

দেশের যে কোন পরিস্থিতি ও বিষয় নিয়ে সংলাপ করতে আমরা প্রস্তুত বলে জানান আওয়ামী লীগ এই নেতা।

খালেদা জিয়ার সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই আপনাকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু আপনি আসেননি। বিলম্বে হলেও আপনার বোধদয় হওয়াতে আমরা খুশী।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test