E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উর্দি ছাড়া একনায়কতন্ত্র দেখছি

২০১৪ জুন ০৯ ১৪:৪২:৩৯
উর্দি ছাড়া একনায়কতন্ত্র দেখছি

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের বর্তমান শাসনকে ‘উর্দিবিহীন একনায়কতন্ত্র’ আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উর্দি পরা একনায়কতন্ত্র দেখেছি, এখন উর্দি ছাড়া একনায়কতন্ত্র দেখছি। উর্দি নেই, কিন্তু সাদা পোশাক পরে বর্তমান সরকার একনায়কতন্ত্রের বাবা, দাদা হয়ে গেছে।

সোমবার দুুপরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির সমালোচনার জবাব দিয়ে শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘যারা উর্দি পরে বাজেট পেশ করেছে, তাদের মুখে এই বাজেটের সমালোচনা মানায় না। তাদের অধিকারও নেই।

সৈয়দ আশরাফের ওই বক্তব্যের সমালোচনা করে মির্জা আলমগীর বলেন, উর্দিবিহীন একনায়কতন্ত্রে সরকার গোটা বাংলাদেশকে সন্ত্রাসের রাজত্ব এবং একদলীয় শাসনের মৃত্যু উপত্যকায় পরিণত করেছে।

এদিকে, অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমনাকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। এছাড়াও বাংলাদেশ কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বক্তব্য রাখেন।

(ওএস/এটিআর/জুন ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test