E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াত জঙ্গিবাদের জম্ম দিয়েছে’

২০১৬ আগস্ট ১৩ ২৩:৩২:১১
‘বিএনপি-জামায়াত জঙ্গিবাদের জম্ম দিয়েছে’

নীলফামারী প্রতিনিধি : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আইএস মানে ইসরায়েলি স্টেট, ইসলামিক স্টেট নয়। আইএসের জন্ম সিরিয়ায়। সেখান থেকে অনেক দূর-দূরান্তে বিশ্বের বিভিন্ন দেশে আইএস নামে হামলা চালানো হচ্ছে। কিন্তু আইএসের জন্ম সেই সিরিয়া থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে। ইসরায়েলে হামলা করে না আইএস নামের জঙ্গিরা। এর কারণ ওই ইসরায়েল আইএসের দালাল।

শনিবার দুপুরে নীলফামারী শহীদ মিনার চত্বরে জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ইসরায়েলের এজেন্টরা বাংলাদেশের দেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি করছে। দেশে জঙ্গি হামলা শুরু হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে। ছায়ানটে সিপিবির সমাবেশে বোমা হামলা, ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলা একই সূত্রে গাথা। তারা ক্ষমতায় এসে বাংলা ভাই সৃষ্টি করেছে, এক সঙ্গে দেশের সকল জেলায় বোমা হামলা চালিয়েছে। এরপরও তারা বলেছিলেন দেশে জঙ্গি নেই। সেটি নাকি মিডিয়ার সৃষ্টি ছিল।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের জম্ম দিয়েছে। সেই জঙ্গিরা এখন দেশ-বিদেশের সঙ্গে সংযোগ হয়েছে। দেশের উন্নয়ন সহ্য করতে না পেরে আজ তারা জঙ্গিবাদকে আরো উস্কে দিচ্ছে।

জাতীয় শ্রমিক লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি আবু সাঈদ শামীমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা প্রমুখ।

পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি জঙঙ্গিবাদ বিরোধী শোভাযাত্রা বের করা হয়।

(ওএস/এএস/আগস্ট ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test