E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২১ আগস্ট ইতিহাসের কলঙ্ক: মির্জা ফখরুল

২০১৬ আগস্ট ২১ ১৫:৪১:৪৬
২১ আগস্ট ইতিহাসের কলঙ্ক: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। এটি বর্বরতম হত্যাকাণ্ড। এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ একটি রাজনৈতিক দলের ২২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আজ রবিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিউল গানি তপনের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ন্যাপ এ সভার আয়োজন করে। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, যদি বর্তমান সরকার নির্বাচিত সরকার হতো, রামপালে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হতো না। কারণ, তাদের জবাবদিহি থাকত।

মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, যদি ভবিষ্যৎই ধ্বংস হয়ে যায়, তবে এ বিদ্যুৎকেন্দ্র কী কাজে আসবে? স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। অন্যদের মধ্যে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফাই ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।






(ওএস/এস/আগস্ট ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test