E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় সুবিদ আলীর বিরুদ্ধে মামলা

২০১৬ আগস্ট ২২ ১৬:৪৮:২২
জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় সুবিদ আলীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগে সরকার দলীয় এমপি সুবিদ আলীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদারের আদালতে সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার যুবলীগের নেতা জিলানী সরকার বাদী হয়ে মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন।

মামলার আরজি থেকে জানা যায়, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন সুবিদ আলী।

এরপর সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে একথা বলার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

বৈঠক সূত্র জানায়, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে নিয়ে সরকারি দলের মুহিবুর রহমান মানিক ও নুরুল মজিদ হুমায়ুনের সঙ্গে সুবিদ আলীর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

পরে কমিটির সভাপতি শওকত আলীর হস্তক্ষেপে বিতর্কের অবসান হয়। বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, অন্য সদস্যদের সমালোচনার মুখেও সুবিদ আলী তার অবস্থানে অনড় থাকেন।

তবে সুবিদ আলী বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও এসেনশিয়াল ড্রাগ কোম্পানি নিয়ে।

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি এ কথার প্রমাণ দিতে পারলে আমি দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করব।

সুবিদ আলী বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন।

চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়েও না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে হেরেছিলেন।

এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য হন।

(ওএস/এএস/আগস্ট ২২, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test