E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএন‌পির বর্তমান ও ভ‌বিষ্যত কা‌লিমা‌লিপ্ত’

২০১৬ আগস্ট ২৩ ১৫:১২:০৪
‘বিএন‌পির বর্তমান ও ভ‌বিষ্যত কা‌লিমা‌লিপ্ত’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লী‌গের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লে‌ছেন, ‘২১ আগ‌স্টের ঘটনা বিএন‌পির কলঙ্ক। তারা কালিমা‌লিপ্ত হ‌য়ে‌ছে। এ কলঙ্ক তারা কোনোদিন মু‌ছে ফেল‌তে পার‌বে না। এ কলঙ্কিত ঘটনার জনক হ‌চ্ছে বিএন‌পি। এ কলঙ্কে বিএন‌পির বর্তমান ও ভ‌বিষ্যত দু‌’টিই কা‌লিমা‌লিপ্ত'।

তি‌নি আরও ব‌লেন, ‘সে‌দিন য‌দি শেখ হা‌সিনা‌কে হারাতে হ‌তো তাহ‌লে আমরা কে কোথায় থাকতাম?’

সোমবার বি‌কেল সা‌ড়ে ৫টায় শিল্পকলা একা‌ডে‌মির অ‌ডি‌টো‌রিয়া‌মে বাংলা‌দেশ আওয়ামী যুবলীগ আ‌য়ো‌জিত ২১ আগ‌স্টের গ্রেনেড হামলা দিবন স্মরণে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখ‌ছি‌লেন তিনি।

ওই ভয়াবহ হামলার শিকার সরকা‌রের এ মন্ত্রী ব‌লেন, ‘সে‌দি‌নের জনসভায় নেত্রী‌কে আ‌মি রি‌সিভ ক‌রে‌ছি। ওই সময় আ‌মি তা‌কে রি‌সিভ করতাম এবং শে‌ষে বিদায় দিতাম। যখন জনসভা শে‌ষে নেত্রী পা বাড়া‌লেন তখনই বোমার শব্দ পাই। এরপর আ‌মি অজ্ঞান ছিলাম। বঙ্গবন্ধু মে‌ডি‌কেল আমা‌কে গ্রহণ ক‌রে‌নি। ডাক্তাররা না ক‌রে দি‌য়ে‌ছি‌লেন। প‌রে শিকদার মে‌ডি‌কে‌লে ভ‌র্তি করা হয়। শরী‌রে এখনও ১৪টি স্প্লিন্টার আ‌ছে’।

ওবায়দুল কা‌দের ব‌লেন, এ কলঙ্ক বিএন‌পির, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকা‌রের এবং হাওয়া ভব‌নের।

‘বিএন‌পির বর্তমান ভ‌বিষ্যত দু‌’টিই কা‌লিমা‌লিপ্ত। বিএন‌পি এ কলঙ্ক কোনো‌দিন মু‌ছে ফেল‌তে পার‌বে কি-না তা জা‌নি না’- ব‌লেন ওবায়দুল কা‌দের।

যুবলীগ নেতাকর্মীরা আওয়ামী লীগের আদর্শ নেতাকর্মী উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, রাজনী‌তি থে‌কে নী‌তি ও সৌজন্য‌বোধ শিখ‌তে হ‌বে। মূল্য‌বোধ থাক‌তে হ‌বে।

ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘বাংলা‌দে‌শের এক সম্পাদ‌ককে সে সময় পা‌কিস্তানের হাইকমিশনার ব‌লে‌ছি‌লেন, শেখ হা‌সিনা ভ্যা‌নিটি ব্যা‌গে ভ‌রে জনসভায় বোমা নি‌য়ে গি‌য়ে‌ছি‌লেন। এটা না‌কি আওয়ামী লীগের ষড়ডন্ত্র ছি‌লো’।

মন্ত্রী ব‌লেন, ‘একমাত্র পরমাণু বোমা ছাড়া পা‌কিস্তান থে‌কে সব সূচ‌কে এ‌গি‌য়ে আ‌ছে বাংলা‌দেশ। পা‌কিস্তানে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থা‌কে না’।

সভায় আরও বক্তব্য দেন যুবলী‌গের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হোসাইন, সাইফুজ্জামান শিখর, ঢাকা মহানগর উত্ত‌র যুবলীগের সভাপ‌তি মাইনুল হো‌সেন খান প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test