E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘একাত্তরের পরাজিতরা অাবারো সক্রিয় হচ্ছে’

২০১৬ আগস্ট ৩১ ১৪:৩৬:০০
‘একাত্তরের পরাজিতরা অাবারো সক্রিয় হচ্ছে’

স্টাফ রিপোর্টার : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে যেসব ষড়যন্ত্রকারীরা হত্যা করেছিল, তারা আবারো সক্রিয় হয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার জাতীয় জাদুঘরে জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশনে অংশ নিয়ে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।

ঢাবি উপাচার্য বলেন, একাত্তরের পরাজিত শক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে আবারো সক্রিয় হয়ে উঠছে। এর সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রও কাজ করছে।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করছিলেন, আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ। এমন ঐক্যবদ্ধতাকে কোনো অপশক্তি পরাভূত করতে পারবে না।

শিক্ষক, অভিভাকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন, জঙ্গিবাদে তরুণ শিক্ষার্থীরাই যেহেতু জড়িয়ে যাচ্ছে, সেহেতু শিক্ষার্থীদের দিকেই অধিক নজর দিতে হবে। এ সময় তিনি সাংস্কৃতিক চর্চার ওপরেও গুরুত্ব আরোপ করেন।

কনভেনশনে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান একে আজাদ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test