E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিন’

২০১৬ সেপ্টেম্বর ০৪ ১৬:২৩:২৯
‘আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিন’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্র চর্চার পরিবেশ নিশ্চিত করুন। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিন। নইলে আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।

গণতন্ত্র চর্চার সুষ্ঠু পরিবেশ না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দিলে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ প্রতিহত করা সম্ভব হবে।

রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মওদুদ।

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ কর্মসূচির আয়োজন করে।

বিএনপি সব সময় জনগণের সাথে থাকবে- এমন প্রতিশ্রুতি দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, যত ঝড়-ঝঞ্ঝা আসুক না কেন আমাদেরকে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা শুধু জনগণের পাশেই থাকব না, সাথে থাকব।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়া-তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ড্যাবের ২৫ জন চিকিৎসক অংশ নেন।

বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও শিশু হাসপাতালে কর্মরত ড্যাবের বিশেষজ্ঞ এসব চিকিৎসক রোববার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২শ’ দুস্থ রোগীকে চিকিৎসা দিয়েছেন। আয়োজকদের প্রত্যাশা বিকেল ৪টা পর্যন্ত ৪শ’ রোগীকে ফ্রি চিকিৎসা দিতে পারবেন তারা।

ফ্রি ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে ড্যাবের পক্ষ থেকে।

ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ওষুধ গরিব রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত যে কেউ এখানে এসে ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ নিয়ে যেতে পারবেন।

ড্যাবের এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. প্রফেসর সিরাজউদ্দিন আহমেদ, ডা. প্রফেসর এম এ মান্নান ও ডা. প্রফেসর আব্দুল কুদ্দুস প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test