E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিএনপি নিরপেক্ষ ইসি গঠনের পর নির্বাচন চায়’

২০১৬ সেপ্টেম্বর ২৫ ১৭:০৩:১২
‘বিএনপি নিরপেক্ষ ইসি গঠনের পর নির্বাচন চায়’

স্টাফ রিপোর্টার : নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর নির্বাচন চায় রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি।

রবিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ দাবি জানান।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা মধ্যবর্তী চাই না। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে জাতীয় নির্বাচন হোক। এজন্য সরকারের কাছে আমরা বারবার আহবান জানিয়ে আসছি আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত নির্বাচন দিন।

‘বিএনপি বিষধর সাপ’ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদের এমন বক্তব্যের জবাবে দুদু বলেন, আওয়ামী লীগ সভানেত্রীকে খুশি করতে এরকম বক্তব্য দিচ্ছেন তিনি। বিএনপি বিষধর সাপ নয়, বরং আওয়ামী লীগই বিষধর সাপ। তারা তামাশার নির্বাচন দিয়ে সরকার গঠন করে জাতিকে বিষধর সাপের মতো ছোবল দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নান সকল মিথ্যা মামলায় জামিন পাওয়ার পরও তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে। সরকার মেয়র মান্নানের বিজয় মেনে নিতে পারেনি বলেই হাস্যকর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সরকারের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে দুদু বলেন, দেশে রাজনীতির স্বাভাবিক পরিবেশ রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে এক সাক্ষাৎকার দিয়েছেন। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে আন্তর্জাতিক গণমাধ্যম এ ধরনের প্রশ্ন করতো না। তবে প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ উত্তর দিয়েছে। যার সঙ্গে সত্যের কোনো মিল নেই। আমরা রাজপথে মিছিল মিটিং করতে পারি না। এমনকি ঘরের মধ্যেও অনুমতি দেওয়া হয় না। এটা সবাই জানে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test