E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘এমাজউদ্দীনের বক্তব্যে অবাক হয়েছি’

২০১৬ সেপ্টেম্বর ২৮ ১৪:২৪:৩৩
‘এমাজউদ্দীনের বক্তব্যে অবাক হয়েছি’

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ যে বক্তব্যে দিয়েছেন তাতে অবাক হয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেছেন, “এমাজউদ্দীন সাহেব বলেছিলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দিয়েছেন, এখন গণতন্ত্রটা ফিরিয়ে দেন’। তার এমন বক্তব্যে আমি অবাক হয়েছি। তিনি (এমাজউদ্দীন) গণতন্ত্রকে কোথায় নিয়ে যেতে চান? আজকে যদি দেশের সন্ত্রাস এবং নৈরাজ্য যদি আইনের শাসনের মাধ্যমে দমন করা যদি গণতন্ত্রহরণ হয় তাহলে আমার কিছু বলার নেই।”

মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত হান্নান শাহের মৃত্যুতে শোক প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, আমি তার সঙ্গে ২০১১ সালে একটি গোলটেবিল আলোচনা সভায় উপস্থিত ছিলাম। সেখানে অনেক যুক্তিতর্ক হয়েছে। তিনি তখন সরকারে সমালোচনা করেছিলেন এবং সরকারের ভবিষ্যত নিয়েও মন্তব্য করেছিলেন।

হানিফ বলেন, ‘কিন্তু তিনি (হান্নান শাহ) আজ বেঁচে নেই। আজ তিনি বেঁচে থাকলে দেখতেন বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য শেখ হাসিনা কিভাবে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন।’

তিনি বলেন, ‘জননেত্রীর ৭০তম জন্মদিনে আমি দেশের শিক্ষকসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানাবো শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, দেশের আইনের শাসনের প্রতি সমর্থন জানিয়ে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপকে সমর্থন করুন।’

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, কৃষি-বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test