E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

২০১৬ অক্টোবর ০১ ১২:১৮:৩৪
সাভারে ‘বন্দুকযুদ্ধে’ যুবদল নেতা নিহত

সাভার প্রতিনিধি : সাভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ-আলম ওরফে নয়ন (৪০) নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ আবাসিক প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়নের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা, পুলিশের ওপর হামলা, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালন এবং অপহরণ-হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নিহত শাহ-আলম নয়ন সাভার পৌর এলাকার মালঞ্চ আবাসিক এলাকার শহিদুল ইসলামের ছেলে। শনিবার সকাল সাড়ে ১০টায় তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

মুঠোফোনে নয়নের ভাই মাসুদ আলম লিটন বলেন, ‘নয়ন ঢাকার মোহাম্মদপুরে বসবাস করতো। গতকাল (শুক্রবার) সকালে তাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসে সাভার মডেল থানার পুলিশ। ‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি কথিত বলে দাবি করেছেন তিনি।’

শুক্রবার সকালে শাহ আলমকে গ্রেফতারের কথা স্বীকার করে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, ‘নিহত নয়ন একজন শীর্ষ সন্ত্রাসী। গ্রেফতারের পর শুক্রবার রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। তার (নয়নের) দেয়া তথ্য মতে বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ আবাসিক প্রকল্পের কাছে অস্ত্র ও গুলি উদ্ধারে বের হয় পুলিশ। কিন্তু সেখানে আগে থেকে অবস্থানরত নয়নের সহযোগিরা পুলিশের উপড় গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসী নয়ন নিহত হয়।’

(ওএস/এএস/অক্টোবর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test