E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি জনবিরোধী যেকোন সিদ্ধান্তের প্রতিরোধ করবে’

২০১৬ অক্টোবর ০৩ ১৫:৪৪:৩২
‘বিএনপি জনবিরোধী যেকোন সিদ্ধান্তের প্রতিরোধ করবে’

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সরকারের নেয়া ‘জনবিরোধী’ যেকোন সিদ্ধান্তের প্রতিরোধ করবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনের সেমিনার হলে এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। গোলটেবিল আলোচনার বিষয় ছিল- ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র: কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অস্তিত্বের বিনিময়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে দেয়া যাবে না। সরকার অনৈতিকভাবে ক্ষমতায় এসেছে। যারা তাদের এই অনৈতিকভাবে ক্ষমতায় আসতে সাহায্য করেছে এখন তাদের স্বার্থ রক্ষা করছেন।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শুধু রামপাল নয়, সরকার প্রতিটি প্রকল্পের পেছনে অতিরিক্ত ব্যয় দেখায়। ১০ টাকার খরচ ৩০-৪০ টাকা দেখায়। উন্নয়নের কথা বললেও এসব প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি।

উন্মুক্ত আলোচনায় বক্তারা আরো বলেন, রামপালের মতো কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র শুধু সুন্দরবন না, যেখানেই এই কেন্দ্র স্থাপন করা হবে সেখানকার পরিবেশই অস্বাস্থ্যকর হবে। রামপাল বাংলাদেশের অস্তিত্বকেকে বিলীন করে দিতে পারে।

বক্তারা রামপালের পক্ষে-বিপক্ষে গণভোট নেয়ার আহ্বান জানান।

গোলটেবিল আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)। এতে সভাপতিত্ব করেন অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন। বক্তব্য রাখেন- আসিফ নজরুল, ড. জাফরুল্লাহ, শওকত মাহমুদসহ আরো অনেকে।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test