E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জনগণের নয়, ছাত্রলীগের মূল্যবোধ নষ্ট হয়েছে’

২০১৬ অক্টোবর ০৭ ১৫:১৮:০৮
‘জনগণের নয়, ছাত্রলীগের মূল্যবোধ নষ্ট হয়েছে’

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের নয় প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল ছাত্রলীগের মূল্যবোধ নষ্ট হয়েছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা পরিষদ আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আ স ম হান্নান শাহ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে দেশের জনগণের মূল্যবোধ হারিয়ে গেছে গতকাল সংসদে প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, টেন্ডারবাজি, লুটপাট, শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যসহ সারাদেশে তারা নানা অপকর্ম করে চলেছে তাই তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

গণতন্ত্রহীনতার কারণেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মাথাচারা দিয়ে উঠেছে দাবি করে খন্দকার মোশাররফ বলেন, এর জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন প্রধানমন্ত্রী। দেশে যদি জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকার থাকতো তাহলে এই সকল সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না।

সার্স কমিটি প্রসঙ্গে তিনি বলেন, সার্স কমিটি গঠনের নামে আরেকটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন গঠনের পায়তারা চলছে। রকিব মার্কা মেরুদণ্ডহীন কমিশনের কাহিনী দেশের মানুষ জানে। তাদের ফলাফলও তারা দেখেছে।

মরহুম হান্নান শাহ`র স্মৃতিচারণ করে তিনি বলেন, হান্নান শাহ ছিলেন জাতীয়তাবাদী শক্তির স্তম্ভ।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহর সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাড.জয়নাল আবেদিন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সানাউল্লাহ মিয়া ও বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test