E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রামপাল নিয়ে সরকারের একগুয়েমি মনোভাব দুঃখজনক’

২০১৬ অক্টোবর ০৭ ১৬:০২:৫৫
‘রামপাল নিয়ে সরকারের একগুয়েমি মনোভাব দুঃখজনক’

স্টাফ রিপোর্টার : সাবেক রাষ্ট্রপতি ডা. এ কি উ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিশাল জনমতকে উপেক্ষা করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ সরকারের একগুয়েমি মনোভাব দুঃখজনক।

শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে শত নাগরিক কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের উপদেষ্টাদের কানকথা না শুনে দেশের স্বার্থে কাজ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শতবর্ষ পরেও যেন এই প্রকল্পের জন্য তিনি দোষী সাব্যস্ত না হন সেজন্য প্রধানমন্ত্রীকে সতর্ক হতে হবে।

একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, অনেক জীববৈচিত্রে ভরপুর সুন্দরবন আমাদের প্রাকৃতিকভাবে রক্ষা করছে। জাতীয় স্বার্থে সুন্দরবনের ক্ষতি দেশের কোন মানুষ চায় না। এটা কোন দলীয় বিষয় নয়, জাতীয় স্বার্থ বিবেচনায় এ ধরনের প্রকল্প থেকে সরকারের সরে আসা উচিত।

এজন্য তিনি খুলনা বা বাগেরহাটে এ ধরনের প্রকল্প বন্ধে সচেতনতা বৃদ্ধির কথা বলেন।

(ওএস/এএস/অক্টোবর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test