E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই: নাসিম

২০১৪ জুন ১২ ১৪:২৮:২৮
বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ নেই: নাসিম

স্টাফ রিপোর্টার : বিএনপি নিজেই মহাসংকটে আছে, তাদের এ সংকট থেকে উত্তরণ হোক এই দোয়া করি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশ এবং সরকার কোন সংকটে নাই সংকটে আছে তারা(বিএনপি)।তাই আমি তাদের এই সংকট কাটিয়ে উঠার জন্য দোয়া করি।বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাসিম বলেন, এখানে আলোচনার কোনো সুযোগ নেই।

বাজেট প্রসঙ্গে মো: নাসিম বলেন, একটি সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতা পালন করার পর আবার পূর্ণ মেয়াদে ক্ষমতায় এসে বাজেট প্রণোয়ন করে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা। আমরা সেই কাজটি করেছি। অধিকাংশ রাজনৈতিক দল, দেশি-বিদেশি সংগঠন বাজেট প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করেছেন।

বাজেটের খসড়া উপস্থাপনের পর তাই সাধারণ মানুষের কোন নেতিবাচক প্রতিক্রিয়া নেই। অনেকে এ বাজেটকে উচ্চাভিলাষী বলেন, আবার অনেকে বলেন এ বাজেট বাস্তবায়ন করার সামর্থ্য আমাদের নেই। তাদেরকে বলতে চাই, এমন কথা তারা প্রতিবছরই বলে। গতবারও আমরা আমাদের সামর্থ্য প্রমাণ করেছি বাজেট বাস্তবায়ন করে। আমরা মূলত চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্যই এ বাজেট দিয়েছি।

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে তার নেতা-কর্মীরা বলেন যে আমাদের সরকার নাকি অবৈধ। গণচীন আমাদের প্রধানমন্ত্রীকে উষ্ঞ সংবর্ধণা দিয়েছে। তারা শুধু আমাদের গ্রহণই করেনি তারা আমাদের সাথে কাজ করতেও চায়। আর জাপান তো আমাদের ৬ বিলিয়ন ডলার সাহায্য করারই প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরগুলোকে আমরা ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই।

আগামী ১৮ জুন বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সাথে ১৪ দল বৈঠক করবে বলে তিনি জানান। এছাড়াও ২১ জুন নঁওগায় ১৪ দলের মহাসমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test