E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘কেউ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না’

২০১৬ অক্টোবর ২০ ১৭:২৯:০৪
‘কেউ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না’

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিদেশি ও দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না। তাই আস্থা ফিরিয়ে আনতে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।

বৃহস্পতিবার রংপুরের একটি হোটেলে জাতীয় পার্টির জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেছেন , বিদেশি ও দেশের জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারছে না। তার জলন্ত প্রমাণ চীনের রাষ্ট্র প্রধান বাংলাদেশ সফরে এসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাক্ষৎ দিয়েছে। কিন্তু সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদকে ডাকা হয়নি। এটা আমাদের প্রতি আস্থাহীনতার বড় প্রমাণ।

তিনি বলেন, আগামী ২০ নভেম্বর রংপুরে জাতীয় পার্টি মহাসমাবেশ করবে। এই সমাবেশ থেকে জাতীয় পার্টি আবারো ঘুরে দাঁড়াবে।

সভায় অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন এমপি শওকত হোসেন নিলু, প্রাক্তন এমপি আব্দুর রশিদ, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test