E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে: আশরাফ

২০১৬ অক্টোবর ২২ ১৩:১১:১১
কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে: আশরাফ

স্টাফ রিপোর্টার :আওয়ামী লীগের কোনও কর্মী ব্যথা পেলে আমার হৃদয়ে লাগে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদনক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আমি দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। শেখ হাসিনার উপদেশে দলকে পরিচালনা করেছি। তখন দলে কোনও ভাঙন ধরেনি, কোনও দ্বিধা সৃষ্টি হয়নি। আজ শনিবার আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, যেকোনও সময় থেকে আওয়ামী লীগ এখন শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। অনেকেকে হত্যা করা। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি। কেউ কোনও দিন পারবেও না। আওয়ামী লীগের মতো এত আত্মত্যাগ আর কোনও রাজনৈতিক দলের মধ্যে নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনও শক্তি নেই আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, যোবে।তার নেতৃত্বেই এই বাংলাদেশ একদিন সোনার বাংলাদেশে পরিণত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দলই নয়, হাজার হাজার নেতাকর্মী, জাতির পিতা ও মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের অনুভূতি। এ সময় তিনি কাউন্সিলে অংশ নেয়া সব কাউন্সিলরদের প্রতি সম্পাদকের রিপোর্ট বইটি পড়ার আহ্বান জানান। তিনি বলেন, এই বই পড়তে অনেক সময় লাগবে। তাই আপনারা এই সম্পাদকের রিপোর্ট আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন।




(ওএস/এস/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test