E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন নেতৃত্ব আনার আহ্বান শেখ হাসিনার

২০১৬ অক্টোবর ২৩ ১১:২১:০৮
নতুন নেতৃত্ব আনার আহ্বান শেখ হাসিনার

স্টাফ রিপোর্টার : কাউন্সিলে নতুন নেতৃত্ব আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার ( ২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখার সময় এ আহ্বান জানান সম্মেলনের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমার বয়স সত্তর হয়ে গেছে। আর কত, নতুন নেতৃত্ব আনতে হবে।’ এ সময় উপস্থিত কাউন্সিলররা প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ‘জয়’ ‘জয়’ বলে স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী এ সময় কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে আরও একবার ক্ষমতায় আনতে হবে। এখানে বসে থাকলে হবে না। কাজ করতে হবে। মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। মানুষকে বোঝাতে হবে আওয়ামী লীগ আসলে দেশের উন্নয়ন হবে। বিগত সাত বছরে আওয়ামী লীগ যে কাজ করেছে তার সুফল জনগণ পাবে আবার ক্ষমতায় আসলে। বিএনপির লুটেরারা আসলে সেটা হবে না। আওয়ামী লীগের পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। সজীব ওয়াজেদ জয়, পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক এরা জাতি গঠনে কাজ করছে।

আওয়ামী লীগ আজকের শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ আজকের যে অবস্থানে এসেছে তাতে কেউ আওয়ামী লীগকে অবহেলা করতে পারবে না। গতকাল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অতিথিরা যারা সম্মেলনে এসেছেন তারা বক্তব্য দিয়ে গেছেন। তারা সবাই আওয়ামী লীগের প্রশংসা করে গেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে গেছেন। জিয়াউর রহমানের সময় জয়বাংলা স্লোগান নিষিদ্ধ ছিলো, সে সময় শুধু আওয়ামী লীগ জয়বাংলা স্লোগান দিয়েছিলো। আজকে সেই স্লোগান আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে।





(ওএস/এস/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test