E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অষ্টমবারের মতো সভাপতি হলেন শেখ হাসিনা ,সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

২০১৬ অক্টোবর ২৩ ১৭:১৮:৪২
অষ্টমবারের মতো সভাপতি হলেন শেখ হাসিনা ,সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হয়েছেন।
ওবায়দুল কাদের প্রথম বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।

রবিবার (২৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। তার নাম প্রস্তাবের পর অন্য কোনো নাম এ পদে আসেনি।

১৯৮১ সালে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেননি, এবারও করলেন না। ফলে তাকেই সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনের কাউন্সিল চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।

১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। ১৭ মে দেশে ফিরে দলের দায়িত্ব নেন তিনি।

পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগের দুর্দিনে দলের হাল ধরেছিলেন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যাওয়া এই ক্যারিশম্যাটিক নেতা।

এরপর ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯ এবং ২০১২ সালে আওয়ামী লীগের সম্মেলনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।




(ওএস/এস/অক্টোবর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test