E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিপুল ঘোষকে দেখতে গিয়েছিলেন রানা দাশগুপ্ত

২০১৬ অক্টোবর ২৪ ১৪:৫২:১৩
বিপুল ঘোষকে দেখতে গিয়েছিলেন রানা দাশগুপ্ত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক নেতা বিপুল ঘোষকে আজ সোমবার সকালে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দেখতে এসেছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বেশ কিছু সময় বিপুল ঘোষের পাশে থাকেন ও তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় বিপুল ঘোষের চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, তাঁর শারীরিক অবস্থার ক্রমান্নতির ধারা অব্যাহত রয়েছে। তাঁর খাওয়াদাওয়া ও কথাবার্তা স্বাভাবিক হয়ে আসছে। আজ তিনি কিছু সময় হেঁটেছেনও।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর হৃদযন্ত্রের জটিলতা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি হন বিপুল ঘোষ। প্রফেসর ডা. মাসুম সিরাজ ৫ অক্টোবর তাঁর হৃদপিণ্ডে ভাল্ব প্রতিস্থাপন করবেন বলে স্থির হয়। কিন্তু বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ অক্টোবর ভাল্ব প্রতিস্থাপন করা যায়নি। পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার পর ১৫ অক্টোবর শনিবার দুপুরে হৃদপিণ্ডে অপারেশনের মাধ্যমে ভাল্ব প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়। বিপুল ঘোষের শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ অক্টোবরও তাঁর হৃদপিণ্ডে অপারেশন করা যায়নি। পরে ১৮ অক্টোবর বিপুল ঘোষের হৃদপিণ্ডে সফলভাবে ভাল্ব প্রতিস্থাপন করা হয়।

বিপুল ঘোষের পরিবারের পক্ষে তাঁর ভাতিজি এডভোকেট ছন্দা ঘোষ তার কাকার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া/আশীর্বাদ প্রার্থনা করেছেন।

(পিএস/এএস/অক্টোবর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test