E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২০১৬ অক্টোবর ২৯ ১৫:৪১:৫৮
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।

কার্যনির্বাহী সংসদের ২৮ জন সদস্য হলেন- আবুল হাসনাত আব্দুল্লাহ, মোঃ মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দীপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এসএম কামাল হোসেন, মির্জা আজম এমপি, নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম কবির রব্বানী চিনু, রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জামান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

আগামী ২০১৬-২০১৯ মেয়াদে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য যারা হলেন, তাদের মধ্যে বেশ কিছু নতুন মুখও রয়েছেন।

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় কার্যনির্বাহী সদস্যদের নাম চূড়ান্ত হয়।

গত ২৩ অক্টোবর শেষ হওয়া ২০তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর সভাপতি শেখ হাসিনা ১৪ জন সভাপতিমণ্ডলীর সদস্য, কোষাধ্যক্ষ ও চারজন যুগ্ম সাধারণ সম্পাদকসহ আরও ১৯ জনকে নির্বাচিত করেন। ২৫ অক্টোবর ঘোষণা করা হয় সম্পাদকমণ্ডলীর আরও ২২ সদস্যের নাম। বৃহস্পতিবার আরও ৩১ জনের নাম ঘোষণার পর এখনও ফাঁকা থাকা ০৭টি পদের মধ্যে রয়েছে ৩টি সভাপতিমণ্ডলীর সদস্য, ০৩টি সম্পাদক এবং ০১টি উপ-সম্পাদকের পদ।

(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test