E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগামী নির্বাচনে বিএনপি চূড়ান্ত প্রমাণ পাবে’

২০১৬ অক্টোবর ৩১ ১০:১৩:২১
‘আগামী নির্বাচনে বিএনপি চূড়ান্ত প্রমাণ পাবে’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘যখনই বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে তখনই অকারণে তাদের বুলেটে কৃষক ভাইয়ের বুকবিদ্ধ হয়। শ্রমিক ও মেহনতি মানুষের সামনে নেমে আসে অন্ধকার। কেন তা সবাই জানে। যে কারণে ইতোমধ্যে মানুষের ভালোবাসা থেকে তারা (বিএনপি-জামায়াত) বঞ্চিত হয়েছে। এর চূড়ান্ত প্রমাণ আগামী নির্বাচনে তারা পাবে।’

রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত ‘কৃষক বাঁচাও-বাঁচাও দেশ, শেখ হাসিনা নির্দেশ’ শীর্ষক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে এ দেশের কৃষক সমাজ মায়ের কোলে থাকবে। তার দেশপ্রেম, দেশের মানুষের প্রতি ভালোবাসা এমনটাই আশ্বস্ত করেছে।’

কৃষকদের প্রতি আওয়ামী লীগের অঙ্গীকার অবিচল উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা কৃষকদের জন্য কি করেছি তার প্রমাণ আওয়ামী লীগ-বিএনপি সরকারের ক্ষমতাকাল বিশ্লেষণ করলে পাওয়া যাবে। সারের দাম বৃদ্ধিসহ নানা রকম দুর্নীতি করে তারা (বিএনপি) কৃষকের নিরন্ন করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রাকৃতিক দুর্যোগে কৃষকের পাশে থেকেছি। সবার আগে সেটাই বিবেচনা করেছি। কারণ আমরা জানি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সে ধারাবাহিকতা অব্যাহত রেখেই ২০১৯ সালের মধ্যে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এদেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষিজীবী। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সব কিছু নির্ধারিত হয় এ কৃষি দ্বারা। তাই কৃষকের মূল্য আমরা বুঝি।’

তিনি আরো বলেন, ‘বিএনপি সরকার কৃষকদের জন্য কিছু করেনি বরং সারের দাম বৃদ্ধিসহ নানা দুর্নীতি করে কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা তা থেকে উন্নত অবস্থায় এনেছি। বিশ্বাস করি এই সরকার কৃষকদের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে যাবে।’

অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test