E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার সংখ্যালঘু ও মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর’

২০১৬ নভেম্বর ০৫ ১৬:২৩:১৫
‘সরকার সংখ্যালঘু ও মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর’

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : সংখ্যালঘু উপর হামলা ও ও মন্দির ভাংচুরের ঘটনা চক্রান্ত দাবি করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে এখনও স্থিতিশীলতা ও শান্তি বিনষ্টের চক্রান্ত অব্যাহত আছে। সংখ্যালঘুদের উপর ও মন্দিরে আক্রমণ এই চক্রান্তের একটি অংশ। যেহেতু সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্বে চক্রান্ত অব্যাহত আছে সে কারণে বিএনপি ও জামায়াতের উপর সর্তক দৃষ্টি রাখা উচিত।

সরকারের সিধান্ত কঠোর দাবি করে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসন সংখ্যালঘুদের উপর আক্রমনকারীদের উপর কঠোর অবস্থান নিয়েছে। এটা সরকারের সিধান্ত। এর বাইরে কেউ বিচ্ছিন্ন মন্তব্য করলে তার সাথে সরকারের কোন সর্ম্পক নেই।

মন্ত্রী আরো বলেন, সরকার নীতিগতভাবে সম্প্রীতীতে বিশ্বাস করে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলায় কেউ রেহাই পাবে না। যুদ্ধাপরাধী বা বঙ্গবন্ধুর খুনীরা যেমন রেহাই পাইনি, জঙ্গী সন্ত্রাসীরা যেমন রেহাই পাচ্ছে না, তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদেরও একচুল ছাড় বা রেহাই দেয়া হবে না।

শনিবার সকাল দশটার সময় ভেড়ামারা ডায়বেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় সহদলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(পিএস/এএস/নভেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test