E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'কৌশলে ক্ষমতা দখলের চেষ্টা চলছে '

২০১৬ নভেম্বর ১৭ ১৫:১১:০২
'কৌশলে ক্ষমতা দখলের চেষ্টা চলছে '

স্টাফ রিপোর্টার :আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, নানা কৌশলে নির্বাচনের নামে প্রহসন করে আবার তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাপ।

নজরুল ইসলাম বলেন, দেশের সকলেই অবগত পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি মেয়র নির্বাচন কিভাবে হয়েছে। সেই প্রক্রিয়ায় নির্বাচিতদের দ্বারা জেলা প্রশাসক নির্বাচিত করা হচ্ছে। এমনতো দেখা যেতে পারে এই জেলা প্রশাসকরা জাতীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। তাই বিএনপি স্পষ্ট করে বলতে চায়, জনগণ এইসব কৌশল মানবে না। জনগণ চায় তাদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, সম্প্রতি নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের ওপর হামলাকে কেন্দ্র করে সবাই বলছে, দলীয় কোন্দল এবং একজন মন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ রয়েছে। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং ভিন্নখাতে প্রভাবিত করার জন্য এর পেছনে নানান ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে। নাসিরনগরে একজন বিএনপি নেতাকে আসামি করে বিপুল প্রচার দিয়ে বুঝানোর চেষ্টা চলছে যে, এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত আছে। সেভাবেই হয়তো গোবিন্দগঞ্জে কোনো সাঁওতালকে বিএনপি বানিয়ে দেওয়া হবে।

একটি কথা মনে রাখতে হবে, এ ধরনের ঘটনা অমার্জনীয় অপরাধ এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। তাই এটা নিয়ে রাজনীতিকরণ কিংবা বিরোধী দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা ভিন্নভাতে প্রভাবিত করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে আড়াল করার যে চেষ্টা শুভ হবে না। এটা জনগণের বিপক্ষে যাবে। রাষ্ট্রের বিপক্ষে যাবে যোগ করেন তিনি।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে জনগণ বিপদাপন্ন। একটি কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া দেশে যে দুর্নীতি, খুন, গুম, অপহরণ, নারী নির্যাতন চলছে তা থেকে মুক্তি নাই। তাই বিএনপি চেয়ারপারসন আগামীকাল (শুক্রবার) নির্বাচনের ব্যাপারে কিছু বক্তব্য উপস্থাপন করবেন। কারণ বিএনপি জনগণের পাশে আছে। মজলুম জনগণের পক্ষে কাজ করছে।



(ওএস/এস/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test