E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

২০১৬ নভেম্বর ১৮ ১১:২০:০২
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

নারায়ণগঞ্জ প্রথিনিধি :নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী দিচ্ছে বিএনপি। এ বিষয়ে গতকাল রাতে দলীয় সিদ্ধান্ত হয়েছে ।

অন্যদিকে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করতে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে জমা দেওয়া হয়েছে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের নাম। তবে অন্যদলগুলোর নির্বাচন প্রস্তুতি এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ।

প্রথম দিনে একজন মেয়র প্রার্থীসহ ১১৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন বলে রিটার্নিং অফিসারের অফিস সূত্রে জানা গেছে। অন্যদিকে এ নির্বাচন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। সিদ্ধিরগঞ্জ পৌরসভাকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে আলাদা করার মামলা বিচারাধীন থাকাবস্থায় নির্বাচনের তফসিল ঘোষণা করায় গতকাল বৃহস্পতিবার এ নোটিশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির নেতারা ইতিবাচক মনোভাব দেখালেও দলীয় সিদ্ধান্ত জানা যাচ্ছিল না। গতকাল রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুলশানের কার্যালয়ে রাতে বৈঠকের মাঝে বেরিয়ে মির্জা ফখরুল উপস্থিত সাংবাদিকদের বলেন, স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব বলে আমরা মনে করি। সে কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের মনোনয়নপত্র গতকাল থেকে বিতরণ শুরু হয়েছে। মাঠপর্যায়ে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর পক্ষে তত্পরতা লক্ষণীয় হলেও অন্য দলগুলোর প্রার্থী স্পষ্ট নয়। গতকাল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তিনজন মনোনয়নপ্রত্যাশীর নাম জমা দেওয়া হয়েছে দলীয় সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে। রিটার্নিং অফিসার ইসির উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার জানান, প্রথম দিনে একজন মেয়র, ১৮ জন নারী কাউন্সিলর ও ৯৪ জন কাউন্সিলর প্রার্থীসহ মোট ১১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৪ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সেদিন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কমিউনিটি সেন্টারে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।



(ওএস/এস/নভেম্বর ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test