E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমরা প্রধানমন্ত্রীকে হারাতে চাই না’

২০১৬ ডিসেম্বর ০৯ ১০:২৩:০৫
‘আমরা প্রধানমন্ত্রীকে হারাতে চাই না’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০০ বছর আয়ুষ্কাল চেয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। তিনি বলেন, জাতির পিতা বেঁচে নেই। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা হারাতে চাই না। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী ২শ’ বছর বেঁচে থাকুক।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, যে বিমানটিতে মাননীয় প্রধানমন্ত্রীকে বহন করছিল, তা ত্রুটিযুক্ত ছিল। আমার মনে হয়, তিনি যে বিমানে যাবেন তা ২-৩ বার ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করে নেওয়া দরকার। যাতে করে তাকে বহনকৃত বিমান কোনো ধরনের দুর্ঘটনার কবলে না পড়ে।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে বেগম রওশন এরশাদ বলেন, মানবিক দিক দেখলে এক রকম আর ঘনবসতি পূর্ণ দেশের দিকে তাকালে অন্য রকম। রোহিঙ্গারা পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘু সম্প্রদায়। বিশ্বের বিবেক কোথায়? তারা চুপ কেন? জাতিসংঘসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না কেন?

তিনি বলেন, হাজার হলেও রোহিঙ্গারা তো মানুষ। মিয়ানমারের অংসান সু চি শান্তিতে নোবেল পেয়েছেন। তিনি এ ব্যাপারে চুপ কেন, আরেকজন শান্তিতে নোবেল জয়ী আমাদের ড. ইউনূস, তিনিও চুপ করে আছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মানবিক দিক বিবেচনায় তাদের (রোহিঙ্গা) বিশেষ সাহায্য পাঠানো যায় কিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, আপনি যে পদ্ধতিতে পড়াশুনা করেছেন, সে পদ্ধতিতে আমরা ফিরে যেতে চাই। যারা জিপিএ ৫ পাচ্ছে, তাদের কি অবস্থা তাতো দেখাই যাচ্ছে। জিপিএ ৫ পেয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। তারা আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম বলতে পারে না। এটা কেমন কথা?

(ওএস/এএস/ডিসেম্বর ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test