E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সাম্প্রতিক জরিপ সত্যের অপলাপ মাত্র’

২০১৬ ডিসেম্বর ১০ ১৪:২৭:৪০
‘ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সাম্প্রতিক জরিপ সত্যের অপলাপ মাত্র’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সাম্প্রতিক জরিপ শুধু হাস্যকরই নয়, এটি সত্যের অপলাপ মাত্র।

শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিবেশ, ধর্মান্ধতা ও উগ্রবাদ, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে এই জরিপ পরিচালিত হয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত জরিপে বলা হয়েছে-এখন নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা ৩৮ ভাগ, বিএনপি শতকরা ৫ ভাগ ভোট পাবে।

রিজভী বলেন, জরিপকারীরা যেভাবে ডাটা, স্ট্যাটিস্টিক, স্যাম্পিলিং, তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করেছেন তা গভীর ষড়যন্ত্রেরই অংশ। বাস্তবের সঙ্গে এই জরিপের বিন্দুমাত্র মিল নেই।

তিনি বলেন, আমাদের মনে হয়-ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার লাশের পাহাড় ডিঙ্গিয়ে হত্যা আর রক্তরঞ্জিত নির্বাচনে দখল আর কেড়ে নেয়া ভোটকেন্দ্রগুলির একতরফা সিল মারার যে তামাশা দেশবাসী দেখেছে সেই নির্বাচনের সরকারী পরিসংখ্যানটি মনে হয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জরিপের তথ্যের প্রধান উৎস।

রিজভী বলেন, দেশে মানবাধিকার আজ ভুলুন্ঠিত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, দেশজুড়ে খুনের উৎসব চলছে। নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা, বন্দুকযুদ্ধ-ক্রসফায়ার-বিচারবহির্ভূত হত্যা, একের পর এক গুমের হিড়িক, অপহরণ করে মুক্তিপণ আদায় নিত্য দিনের ঘটনা।

তিনি বলেন, বিরোধী দলের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে প্রহসনের বিচার, ঘাটে-মাঠে-নদী-নালায় রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকাসহ অসংখ্য বিভৎস অমানবিক ঘটনা ঘটে চলছে এই বিনা ভোটের সরকারের আমলে।

সুতরাং অনাচারে লিপ্ত একটি সরকার জনসমর্থনে এগিয়ে থাকবে সেটা শুধু গণতন্ত্রহারা বাংলাদেশের মানুষকে উপহাস করাই নয়, বরং এই জরিপটি যে আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই একটি অংশ তা সহজেই অনুমেয়।

বিএনপির এই নেতা বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই জানা-অজানা সন্ত্রাস সমাজদেহকে থেঁতলে দিয়েছে। অন্ধ ধর্মীয় জঙ্গিবাদের উত্থান এদের আমলেই।

তিনি বলেন, ৯০-এর দশকের শেষ ৫ বছন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দেশবাসী নতুনরুপে সহিংস সন্ত্রাসের আবির্ভাব দেখেছে। যশোরে উদীচির বোমাহামলায় প্রকৃত সন্ত্রাসীদেরকে আড়াল করে বিএনপি নেতাদের নামে মামলা দেয়া হয়েছিল। পরে হুজি বা হরকাতুল জেহাদ নামে একটি সন্ত্রাসী সংগঠন এই নারকীয় ঘটনার দায়িত্ব স্বীকার করে।

রিজভী বলেন, এভাবে তখন থেকে এ পর্যন্ত এই অন্ধ জঙ্গি সংগঠনগুলো কর্তৃক সংঘটিত প্রাণবিনাশী ঘটনাগুলো প্রকৃত তদন্ত করে আসল অপরাধীদেরকে চিহ্নিত করে পাকড়াও না করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দায় চাপানোতেই প্রমান হয়-দেশে খুন-জখমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা অর্জনই হচ্ছে বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য।

(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test