E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়নি’

২০১৬ ডিসেম্বর ১০ ১৫:০২:৪০
‘নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়নি’

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করার পরিস্থিতি তৈরি হয়নি।

শনিবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথ‍া বলেন।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার বিভাগের সচিব, আনসার, ভিডিপি, র‌্যাব, বর্ডার গার্ড অব বাংলাদেশ, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই-এর মহাপরিচালক, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরগুলোর কাছে থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে সেনা মোতায়েন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নারায়ণগঞ্জে চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আগে যে পরিমাণ মামলা হতো- এখন তার চেয়ে অনেক কম হচ্ছে। এরপরও আমরা তাদের বলেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। যখন যা প্রয়োজন হবে, সে ব্যবস্থা আমরা নেবো।

সিইসি বলেন, সব নির্বাচনই গুরুত্বপূর্ণ, তাই নারায়ণগঞ্জের নির্বাচনও গুরুত্বের সঙ্গে নিচ্ছে কমিশন। তাই নির্বাচনের আগের রাতে যেনো ভোট কারচুপি না হয়, জোরাজোরি না হয়- সে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইভি’র পক্ষে ভোট চাওয়ায় সরকারদলীয় সংসদ সদস্য শামীম ওসমান নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে কি-না এ প্রশ্নে জবাবে সিইসি বলেন, কি করলে আচরণ বিধি লঙ্ঘন হয় তা আইনেই বলা রয়েছে। আমরা বিষয়টি জানলাম, রিটার্নিং কর্মকর্তারা কি ব্যবস্থা নিয়েছে তাও জানবো। কেউ আইন লঙ্ঘন করতে অবশ্যই রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন- কাউকে ছাড় দেওয়া হবে না। আগেও অনেক সংসদ সদস্যকে আমরা কারণ দর্শাতে (শো’কজ) বলেছি।

এবার প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা খুব ছোট নির্বাচন হলেও এবারই প্রথম। আগে কেউ এই নির্বাচনের প্রস্তুতি নেয়নি। তাই সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় মাস্তান-সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বহিরাগতদেরও নির্বাচনী এলাকা থেকে বের করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব কার্যক্রম অব্যহত রয়েছে এবং আরও দৃশ্যমাণ করার নির্দেশ দেওয়া হয়েছে, বলেন রকিব উদ্দিন আহমদ।

(ওএস/এএস/ডিসেম্বর ১০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test