E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমি কখনও সেনা মোতায়েনের বিরোধিতা করিনি’

২০১৬ ডিসেম্বর ১১ ০৯:৩৮:৫১
‘আমি কখনও সেনা মোতায়েনের বিরোধিতা করিনি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সেনা মোতায়েনের ব্যাপারে আমি কখনও বিরোধিতা করিনি। সব প্রার্থী সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী যে কোনো বাহিনী নিয়োগ করতে পারে।

শনিবার দুপুরে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সঙ্গে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. সাখাওয়াত নারায়ণগঞ্জের বাসিন্দা নন। নারায়ণগঞ্জ সম্পর্কে তার ধারণা নেই। ১৯৯৬ সালে তিনি নারায়ণগঞ্জে এসেছেন। নারাণগঞ্জের আরএস, সিএস সম্পর্কে তিনি জানেন না। জানেন না কোথায় খাল, কোথায় মাঠ।

আইভী আরো বলেন, সুরকার যেমন অন্যের কথায় সুর দিয়ে গান তৈরি করেন তেমনি বিএনপির প্রার্থী অন্যের কথা সুর দিয়ে বলছেন। সাখাওয়াতকে সত্য কথা বলার আহ্বান জানান আইভী।

শামীম ওসমানকে উদ্দেশ করে আইভী বলেন, সামান্য নির্বাচনের জন্য তাকে পদত্যাগ করতে হবে না। সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ পদ। তিনি আইন প্রণয়নের দায়িত্বে আছেন। তিনি জনকল্যাণমূলক আইন প্রণয়ন করুক। শামীম ওসমান সমর্থন করায় নির্বাচনে আমার জয় ত্বরান্বিত হবে।

এসময় আইভী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বাদল রায়, আবাহনী ক্রীড়া চক্রের চেয়ারম্যান, সাবেক জাতীয় ফুটবলার আসলাম, আশরাফ উদ্দিন চুন্নু, বি এম জোবায়ের নিপু, জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক খাজা রহমত উল্লাহ, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test