E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’

২০১৬ ডিসেম্বর ১১ ১৮:৫১:১৩
‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল’

কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মানুষের ভবিষ্যৎ নির্বাচনের মধ্যে আটকে থাকতে পারে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে দেশের ভবিষ্যত কোনো পরিবর্তন হওয়ার সম্ভবনা নেই।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের নব নির্বাচিত পরিষদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, জনগণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। নির্বাচনের পরই বুঝা যাবে জনগণের সমর্থন কার দিকে আছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি মানুষের মনের মধ্যে নতুন করে আশার আলো সৃষ্টি করেছেন।

হানিফ বলেন, অন্যান্য জেলার থেকে কুষ্টিয়ার সাংবাদিকরা পেশাগত দায়িত্ব ও সাংবাদিকতায় অনেক এগিয়ে রয়েছে। কুষ্টিয়ার সাংবাদিকরা ঢাকায় কর্মরত প্রথম শ্রেণির সাংবাদিকদের সমপর্যায়ের। এটা আমাদের গর্ব।

তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কুষ্টিয়া কেন উন্নয়নে পিছিয়ে থাকবে। আপনাদের সহযোগিতায় কুষ্টিয়াকে উন্নয়নের শহর হিসেবে গড়ে তোলা হবে।

কুষ্টিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বাংলাদেশ টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি ও বাংলাদেশ বার্তার সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতন, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ নন্দী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ কোর্টের জিপি আক্তারুজ্জামান মাসুম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক ওয়ালী-উল বারী চৌধুরী ও মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নব-নির্বাচিত কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও জয়যাত্রার সম্পাদক আল মামুন সাগর, সিনিয়র সহ-সভাপতি দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক মজিবুল ইসলাম ও দৈনিক খবরের কুষ্টিয়া প্রতিনিধি রাশিদুজ্জামান টুটুল।

এর আগে কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান ও অতিথিরা কুষ্টিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত পরিষদকে উত্তরীয় পড়িয়ে দেন।

(ওএস/এএস/ডিসেম্বর ১১, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test