E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপির সব কর্মকাণ্ড ষড়যন্ত্র’

২০১৬ ডিসেম্বর ১২ ২৩:১০:৪৬
‘বিএনপির সব কর্মকাণ্ড ষড়যন্ত্র’

স্টাফ রিপোর্টার : বিএনপির সব কর্মকাণ্ড অন্তহীন ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গে সোমবার বিকালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। গুলিস্তানে আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ আয়োজিত দলের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানের সংবর্ধনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার প্রার্থী না হওয়ার বিষয়ে হানিফ বলেন, ‘গেল নির্বাচনের আগে বিএনপি নেতা তৈমুরকে দল থেকে হঠাৎ বলা হলো নির্বাচন প্রত্যাহার করতে। তখন মন খারাপ করে তিনি বলেছিলেন কুরবানির গরুকেও মানুষ গোসল করার সময় দেয়, আমাকে তো তাও দেয়া হলো না। সম্ভবত সে কারণেই এ বছর সিটি নির্বাচনে তিনি প্রার্থী হলেন না। এটাই প্রমাণ করে তারা শুধু অন্য দলের নয় নিজ দলের নেতাদেরও কুরবানি দিয়ে দেয়।’

বিএনপির সব কর্মকাণ্ডকে অন্তহীন ষড়যন্ত্র আখ্যা দিয়ে হানিফ বলেন, ‘আজও বাংলাদেশে বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে কাজ করছে। সে কারণেই তাদের কোনো কাজ রাষ্ট্রের মঙ্গলের কথা ভেবে করা হয় না। এক অন্তহীন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা পথ চলছে।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি হাবিবুর রহমানসহ উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test